এ বছর শ্রীলঙ্কায় ইতালির দুই নাগরিক ৬৮ বছর বয়সী লুইগি ফেরারি এবং তার ২৮ বছর বয়সী সন্তান মাতিয়াকে প্রায় ৯২ প্রজাতির প্রজাপতিসহ আরও স্থানীয় কয়েকটি পোকামাকড় শিকার করার দায়ে দুই লাক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়।
এমনকি চলতি বছরের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের দুই বছরের জেল হতে পারে বলে জানায় আদালত।
পার্কের নিরাপত্তারক্ষী সুজোওয়া গনমাধ্যমকে জানায়, সাফারির একজন জিপ চালক ঘটনার দিন রাস্তার পাশে সন্দেহজনক একটি গাড়ী পার্ক করতে দেখেন। গাড়িতে থাকা দুইজন ব্যক্তিকে সে পোকামাকড় ধরার ঝাল নিয়ে জঙ্গলে প্রবেশ করতে দেখে। এরপর জিপ চালক খবরটি নিরাপত্তারক্ষীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গাড়িটি শত শত পোকামাকড়ের জার দিয়ে ভর্তি।
শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্যপ্রাণীতে ঘেরা অন্যতম জনপ্রিয় পার্ক ইয়ালা ন্যাশনাল পার্ক। চিতাবাঘ, হাতি ও মহিষ এখানের উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে অন্যতম।