× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলঙ্কায় প্রজাপতি-কীট পতঙ্গ শিকারে ২ লাখ ডলার জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৩ পিএম । আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৪, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

এ বছর শ্রীলঙ্কায় ইতালির দুই নাগরিক ৬৮ বছর বয়সী লুইগি ফেরারি এবং তার ২৮ বছর বয়সী সন্তান মাতিয়াকে প্রায় ৯২ প্রজাতির প্রজাপতিসহ আরও স্থানীয় কয়েকটি পোকামাকড় শিকার করার দায়ে দুই লাক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়। 

এমনকি চলতি বছরের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের দুই বছরের জেল হতে পারে বলে জানায় আদালত। 

পার্কের নিরাপত্তারক্ষী সুজোওয়া গনমাধ্যমকে জানায়, সাফারির একজন জিপ চালক ঘটনার দিন রাস্তার পাশে সন্দেহজনক একটি গাড়ী পার্ক করতে দেখেন। গাড়িতে থাকা দুইজন ব্যক্তিকে সে পোকামাকড় ধরার ঝাল নিয়ে জঙ্গলে প্রবেশ করতে দেখে। এরপর জিপ চালক খবরটি নিরাপত্তারক্ষীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গাড়িটি শত শত পোকামাকড়ের জার দিয়ে ভর্তি। 

শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্যপ্রাণীতে ঘেরা অন্যতম জনপ্রিয় পার্ক ইয়ালা ন্যাশনাল পার্ক। চিতাবাঘ, হাতি ও মহিষ এখানের উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে অন্যতম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.