× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গায়ে গরম পানীয় পড়ায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরন চেয়ে মামলা

আন্তর্জাতিক ডেস্ক।

১০ নভেম্বর ২০২৪, ১৯:৩২ পিএম

প্রতীকী ছবি।

গায়ে গরম চা পড়ায় নিউইয়র্কের এক নারী ইজিপ্ট এয়ারের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরন দাবি করে মামলা দায়ের করেছে নিউইয়র্ক নিবাসী ৩৫ বছর বয়সী এক নারী। 

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, এ বছরের ফেব্রুয়ারিতে ৩৫ বছর বয়সী এসরা হাজাইন নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কায়রো যাচ্ছিলেন। পথিমধ্যে বিমানকর্মীদের অসাবধানতার কারনে এ ঘটনাটি ঘটে। 

অভিযোগে বলা হয়, গরম চা ‘ঢাকনাবিহীন কাপ’-এ পরিবেশন করা হয়েছিল এবং ‘ত্রুটিপূর্ণ’ ভাবে পরিবেশন করার সময় ট্রে থেকে পড়ে গিয়ে তাকে দগ্ধ করা হয়। বিমান ক্রুদের পূর্ববর্তী সতর্কতা বা পরিষেবা স্থগিত না করার ফলে এ দুর্ঘটনাটি ঘটে।

বিমানে চা পরিবেশনের সময় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়, যা দুর্ঘটনার কারণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হাজাইনের আইনজীবী আব্রাম বোহার জানিয়েছেন, তার মক্কেলের পেটের নিম্নাংশ, ডান দিকের উরু এবং পশ্চাৎদেশে গুরুতর দগ্ধ হয়েছে। তিনি বলেন, ‘একটি ঢাকনার অভাবে এমনটি হওয়া উচিত ছিল না।‘

উল্লেখ্য, ২০১৯ সালে ফ্লোরিডায় আরেকটি মামলার সঙ্গে এই ঘটনাটির তুলনা করা হয়, যেখানে একটি ম্যাকডোনাল্ড চিকেন নাগেট শিশুর উরুতে পড়ে দ্বিতীয় স্তরের দগ্ধ সৃষ্টি করেছিল। দীর্ঘ চার বছর পর ওই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ ডলার প্রদান করা হয়। মেয়ের বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শিশুটির মা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.