× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে

পালিয়ে গেছে মস্তিষ্কের রোগে আক্রান্ত ৪০ টি বানর

ডেস্ক রিপোর্ট

০৯ নভেম্বর ২০২৪, ১৯:০২ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি গবেষনা ল্যাব থেকে ৪০ টি বানর পালিয়ে যায়। মূলত রক্ষণাবেক্ষণকারীর অবহেলার কারনেই এমন ঘটনা ঘটে। আলফা জেনেসিস সাইট নামের একটি কোম্পানির তত্ত্বাবধানে ছিল বানরগুলো। এই প্রাণীগুলোকে মস্তিষ্কের রোগের চিকিৎসাসহ আরও অন্যান্য ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যত্নে লালন-পালন করছে কোম্পানিটি।

কিন্তু গত বুধবার রাতে (৬ ন্নভেম্বর) ইয়েমাসির আলফা জেনেসিস সাইট থেকে বানরগুলো পালিয়ে যায়। ফেসবুকে একটি সতর্কবার্তায় পুলিশ জানায়, তাদের ধরার জন্য থার্মাল ইমেজিং ক্যামেরা এবং বিশেষ ফাঁদ ব্যবহার করা হচ্ছে।

আবাসিক এলাকাগুলোর দরজা ও জানালা বন্ধ রাখার জন্য এবং বানরগুলোকে দেখা মাত্রই ৯১১ নম্বরে কল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে চার্লসটন থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ইয়েমাসি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রায় ১০০ একরের বেশি জায়গাজুড়ে আলফা জেনেসিস সাইট কোম্পানি বিভিন্ন চিকিৎসাসংক্রান্ত গবেষণার জন্য প্রাণীদের, বিশেষ করে বানরদের লালন-পালন করে। বানরগুলোর সুনির্দিষ্ট জাত উল্লেখ না করলেও ফার্মের তথ্য থেকে জানা যায়, সেখানে ম্যাকাক এবং ক্যাপুচিন প্রজাতির বানর রয়েছে।

উল্লেখ্য, এই ফার্ম থেকে ২০১৬ সালেও ১৯টি বানর পালিয়ে গিয়েছিল, পরে ছয় ঘণ্টার মধ্যে বানরগুলোকে পুনরুদ্ধার করা হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.