মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সদ্য নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের, তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনান্ড।
আরও শুভেচ্ছা জানিয়েছেন, ইসরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুতে, চেক রিপাবলিক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।
প্রাথমিক ফলাফলে বিজয়ীর পর ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে কমলা হ্যারিসকে পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে পা রাখবেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।