যুক্তরাষ্টের
৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়ে জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। ২৭০ ইলেক্টোরাল
ভোট থেকে ৪ ভোট দূরে থাকতেই ট্রাম্পের বিজয় নিশ্চিত হলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে
বিজয়ী ভাষণ দেন এই রিপাবলিকান। এ সময় তিনি বলেন, 'আমরা সবাই নানা বাধা-বিপত্তি পেরিয়ে
আজকের দিনে এসেছি, আর এই দিনে আপনাদের রেকর্ড সংখ্যক উপস্থিতিতে এই ঐতিহাসিক জয় এসেছে।'
ট্রাম্প আরও বলেন, 'এটা আমার কাছে অত্যন্ত বিশাল একটি অর্জন, আমরা আপনাদের এর প্রতিদান
দেব'।
খানিক বাদেই
উইসকনসিন ষ্টেট থেকে পাওয়া আরও ১০ ইলেক্টোরাল ভোটে ট্রাম্পের ইলেক্টোরাল ভোটসংখ্যা
২৭০ পেরিয়ে গেলে আনুষ্ঠানিকভাবে তার হোয়াইট হাউজের টিকিট নিশ্চিত হয়।
শুধু ইলেক্টোরাল
কলেজ ভোটই বেশি পাননি ডোনাল্ড ট্রাম্প, বরং পপুলার ভোটও প্রায় ৫০ লাখ বেশি পুড়েছেন
নিজের ঝুলিতে। এর আগে, ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে লাল ঢেউয়ের গর্জনে
মেতে ওঠা সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘‘আমেরিকা আমাদের এক অভূতপূর্ব
ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’’
মার্কিন যুক্তরাষ্ট্রের
২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতির পর দ্বিতীয় বারের মতো
বিরোধীদের মুখে চুনকালি মেরে হোয়াইট হাউসে ফিরলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সূত্রঃ এপি।