× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্প নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী!

০৫ নভেম্বর ২০২৪, ২১:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ মোঙ্গলবার আমেরিকায় শুরু হয়েছে ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচন। কমলা-ট্রাম্প কে হচ্ছে প্রেসিডেন্ট, এ নিয়ে  চলছে নানান রকম কল্পনা-জল্পনা। কমলা হ্যারিস ও ডোনাল ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে ভোটাররা যখন ভোট দিচ্ছে, ঠিক তখনই থাইল্যান্ডের ভাইরাল পিগমি জলহস্তি মু দেং ভবিষ্যদ্বাণী করেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরে আসবেন।

চনবুড়ি প্রদেশের খাও খেও ওপেন চিড়িয়াখানায় শিশু জলহস্তি মু ডেং কে রিপাবলিক পার্টির প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলার নাম লেখা দুটি ফলের থালা দেওয়া হয়। 

চিড়িয়াখানা কর্তৃক ভিডিও টি তে দেখা যায়, থালা দুটির মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা থালা থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং। 

মু দেংয়ের এই ভিডিও টি মার্কিন আমেরিকায়ও ব্যাপক ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা বোওন ইয়াং তাকে ‘‘স্যাটারডে নাইট লাইভ” নামের একটি কমেডি শোতে তুলেছেন। এই শোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আয়োজিত লাইভ ভোটিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসকে হারিয়ে দিয়েছে মু ডেং। ওই দুই প্রার্থীর বিপরীতে মু ডেং ৯৩ শতাংশ ভোট পেয়েছে।

এ বছরের সেপ্টেম্বর মাসে অনলাইনে মু ডেং-এর ছবি ভাইরাল হয়। মাত্র দুই মাস বয়সেই ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। তাকে নিয়ে অনেক মিমসও তৈরি হয়। 

পিগমি হিপ্পো ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুসারে, পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে প্রধানত লাইবেরিয়াতে পাওয়া যায় এই প্রজাতির জলহস্তী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.