ইন্দোনেশিয়ায় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে আইফোন ১৬ সহ সকল নতুন অ্যাপল গ্যাজেট। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসস্মিতা জানান এই কথা। ইন্দোনেশিয়ার এই শিল্পমন্ত্রী বলেন, "আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় বিক্রি করা যাবে না।" দেশটি আরো ঘোষণা করেছে যে এখন থেকে এই ফোন ব্যবহার পুরোপুরি অবৈধ। ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী দেশের মানুষকে বিদেশ থেকেও এই ফোন না কেনার জন্য সতর্ক করেছেন।
জানা যায় নিষেধাজ্ঞার পিছনের কারণ হল অ্যাপলের "অপূর্ণ বিনিয়োগ প্রতিশ্রুতি"।
ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, ঐদেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মোট ক্রয় বাজেটের ৪০ শতাংশ স্থানীয় পণ্য বা সেবা ব্যয় করতে হয়। এই আইন অনুসারে মোট ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। এছাড়াও "অ্যাপল একাডেমি" নামে একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরির কথাও দিয়েছিল অ্যাপল।
কিন্তু ইন্দোনেশিয়ার সরকারের ভাষ্যমতে, এই প্রতিশ্রুতির খেলাফ করেছে অ্যাপল। ১০৯ মিলিয়নের পরিবর্তে ৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অ্যাপল। ঘাটতি আছে প্রায় ১৪ মিলিয়ন ডলার। এর শাস্তিস্বরূপ অ্যাপলের সকল নতুন পণ্যের উপর ই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকার।
আইফোনের ইএমইআই সার্টিফিকেট আটকে দিয়েছে ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয়। এর অর্থ হল সে দেশের কেউ সে দেশের নতুন আইফোন ব্যবহারের আইনগত এখতিয়ার রাখে না। করো হাতে আইফোন ১৬ দেখা গেলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে দেশটি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আনে অ্যাপল। এখন পর্যন্ত প্রায় ৯০০০ আইফোন ১৬ ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশ করেছে বলে জানা যায়।
সূত্র: ইন্ডিয়া টুডে, ইকনমিক টাইমস