× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিবাসী চাপ কমাতে নতুন আইন কানাডার

ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২৪, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্ষমতায় টিকে থাকতে অভিবাসী আইনে পরিবর্তন আনছে কানাডা সরকার। গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবার উল্লেখযোগ্য হারে অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে দেশটি।

২০২৫ সালে ৩ লক্ষ ৯৫ হাজার, ২০২৬ সালে ৩ লক্ষ ৮০ হাজার এবং ২০২৭ সালে ৩ লক্ষ ৬৫ হাজার নতুন স্থায়ী অভিবাসী নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। দেশটির সরকারি দফতর জানায়, ২০২৫ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ৩০ হাজার কমানো হবে। সূত্র: রয়টার্স

বহু বছর ধরে নতুন অভিবাসীদের কে স্বাগত জানালেও সাম্প্রতিক সময়ে অধিবাসী ইস্যুতে বিতর্ক সৃষ্টি হচ্ছে দেশটিতে। সাম্প্রতিক সময়ে কানাডার একটি জরিপ সংস্থা অ্যাবাকাস তাদের একটি জরিপে উল্লেখ করে যে, কানাডার প্রতি ২ জন নাগরিকের একজন বিশ্বাস করে যে অভিবাসীরা তাদের দেশের ক্ষতি করছে। অতিরিক্ত অভিবাসীদের চাপে কানাডার আবাসন, জনসেবা ও সামাজিক শৃঙ্খলায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে, বিরক্ত হয়ে উঠছে কানাডার নাগরিকরাও। তাই নির্বাচনে  বিরূপ ফলাফল এড়াতে এই সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন সরকার।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেন, "করোনা মহামারির পর দেশের অর্থনীতিতে গতি আনতে আমরা অভিবাসীদের আগমন ইস্যুতে শিথিল ছিলাম, কিন্তু এখন সার্বিক পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং সমন্বয়ের প্রয়োজন। আমরা চাই, কানাডায় বসবাসকারী কেউ যেন আবাসন, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও জরুরি পরিষেবা থেকে বঞ্চিত না হয়।"

কানাডার এই সিদ্ধান্তের ভুক্তভোগী হবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অভিবাসন প্রত্যাশীরা।

সূত্র: এএফপি, রয়টার্স। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.