ইরান কর্তৃক তাদের তিন নাগরিক কে জিম্মি করে রাখার বিষয়টি অগ্রহণযোগ্য বলে জানায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করে দেশটির মন্ত্রনালয়টি। অবিলম্বে প্যারিস তাদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
অন্যদিকে, ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট আজ জিম্মিদের পরিবারের সাথে দেখা করেছেন। জানা যায়, সেই জিম্মিরা ইরানে গুপ্তচরবৃত্তি, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি অভিযোগে গ্রেফতার হন। (সুত্রঃ ইরান প্রাইমার)
সাম্প্রতিক বছরগুলিতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে কয়েক ডজন দ্বৈত নাগরিক এবং বিদেশীকে গ্রেপ্তার করেছে।
এদিকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এ ধরনের গ্রেপ্তারের মাধ্যমে অন্যান্য দেশ থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে ইরান। যেখানে ইরান দ্বৈত নাগরিকত্বকেও স্বীকৃতি দেয় না এবং কূটনৈতিক সুবিধা অর্জনের জন্য বন্দীদের গ্রেফতারের ঘটনাগুলোও অস্বীকার করার অভিযোগ ও আছে ইরানের বিরুদ্ধে।
সুত্রঃ রয়টার্স