× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে নাগরিক জিম্মির বিষয়টি অগ্রহনযোগ্য: ফ্রান্স

ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২৪, ২১:০৯ পিএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৪, ২১:১০ পিএম

ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট। ছবিঃ সংগৃহীত

ইরান কর্তৃক তাদের তিন নাগরিক কে জিম্মি করে রাখার বিষয়টি অগ্রহণযোগ্য বলে জানায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করে দেশটির মন্ত্রনালয়টি। অবিলম্বে প্যারিস তাদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

অন্যদিকে, ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট আজ জিম্মিদের পরিবারের সাথে দেখা করেছেন। জানা যায়, সেই জিম্মিরা ইরানে গুপ্তচরবৃত্তি, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি অভিযোগে গ্রেফতার হন। (সুত্রঃ ইরান প্রাইমার)

সাম্প্রতিক বছরগুলিতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে কয়েক ডজন দ্বৈত নাগরিক এবং বিদেশীকে গ্রেপ্তার করেছে।

এদিকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এ ধরনের গ্রেপ্তারের মাধ্যমে অন্যান্য দেশ থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে ইরান। যেখানে ইরান দ্বৈত নাগরিকত্বকেও স্বীকৃতি দেয় না এবং কূটনৈতিক সুবিধা অর্জনের জন্য বন্দীদের গ্রেফতারের ঘটনাগুলোও অস্বীকার করার অভিযোগ ও আছে ইরানের বিরুদ্ধে।

সুত্রঃ রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.