ইসরায়েলি
বিমান হামলায় লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান
হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
গতকাল (২৮
সেপ্টেম্বর) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে এ তথ্য
জানান।
নাসরুল্লাহকে
হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
আলী খামেনি বলেছেন, ‘প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তিনি শহীদ হয়েছেন। বিশ্বের
মুসলিমদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে।'
এর আগে, লেবাননের
রাজধানীতে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়। নিহতের বিষয়টি প্রথমে
ইসরায়েল দাবি করে। পরে হিজবুল্লাহ নিজেই বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। হাসান নাসরুল্লাহ
৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।
এদিকে,
হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, নাসরুল্লাহ একজন সন্ত্রাসী ছিলেন। নাসরুল্লাহর হত্যায় মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে।
উল্লেখ্য,
গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিত্র
হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। বলা হয়, হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী
দেশ ইরান।