× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার শতাধিক

ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২৪, ২০:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গত এক সপ্তাহে তুরস্কের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্ট এমন সন্দেহে মোট ১১৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

আজ (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া  সেই বার্তায় জানান, রাজধানী আঙ্কারা, বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ দেশের বিভিন্ন শহর ও গ্রাম থেকে এই ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সামনে আরও বেশ কিছুদিন এই অভিযান জারি থাকবে।

এর আগে আগস্টের শুরুতে ৯৯ জনকে গ্রেপ্তার করেছিল তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে বর্তমানে বিশেষ কারাগারে রাখা হয়েছে। এই ১১৯ জনকেও সেই কারাগারে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কে আইএসের উত্থান ঘটে ২০১৭ সালে। ওই বছর একটি নৈশক্লাবে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন।

ওই হামলার পর আইএসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে তুরস্কের নিরাপত্তা বাহিনী এবং ২০১৯ সালের মধ্যে গোষ্ঠীটির তুরস্ক শাখার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। তবে তারপরও কিছু সদস্য পুলিশের চোখে ধুলো দিয়ে দেশে টিকে থাকতে পেরেছিলেন। তারা ফের সংগঠিত হচ্ছেন— গোয়েন্দাসূত্রে এমন তথ্য পাওয়ার পর আগস্টের শুরু থেকে ফের অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.