× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় শিগগিরই যুদ্ধ বন্ধ হতে যাছে

ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২৪, ১৫:৪১ পিএম । আপডেটঃ ১৭ আগস্ট ২০২৪, ১৫:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে। এর আগেই যদি মধ্যপ্রাচ্যের কোনো প্রতিক্রিয়াশীল শক্তি কোনপ্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কওরে তাহলে নতুন সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার আজ (১৭ আগস্ট) প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন বলেছেন, চুক্তি সইয়ের খুব, খুব কাছাকাছি পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এ প্রথম এত কাছে আমরা গেছি। এখানে আরও অনেক ইস্যু আছে। এ নিয়ে চুক্তি ব্যর্থ হলে আমরা আর এখানে থাকব না। কিন্তু আমি মনে করি, এবার আমরা কিছু একটা করতে যাচ্ছি। 

জো বাইডেন আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার মধ্যপ্রাচ্যে যাবেন। তার উদ্দেশ্য হলো- চুক্তি সই বাস্তবায়নে কূটনৈতিক চাপ সৃষ্টি করা। এ ছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেছি। তারা আমাদের প্রস্তাবে সমর্থন অব্যাহত রাখবেন।

বাইডেন দাবি করেন, শুক্রবার সমঝোতায় নিযুক্ত মার্কিন প্রতিনিধিরা নতুন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা এগিয়ে নিতে বাইডেন নির্দেশ দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর হবে এবং গাজায় ইসরায়েলি জিম্মিরাও মুক্তি পাবে।

একই তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা বর্তমানে সবচেয়ে ফলপ্রসূ পর্যায়ে রয়েছে। এটি সম্পন্ন করতে মার্কিন প্রশাসন বদ্ধপরিকর। আগামী সপ্তাহে কায়রোয় আবার আলোচনা শুরু হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.