ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ (১৩ আগস্ট) বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়, ‘চলমান ফিলিস্তিন-ইসরায়েল অস্থিরতা ও গাজা উপত্যকায় ভয়াবহতম মানবিক বিপর্যয়ের আলোকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।’
গতকাল (১২ আগস্ট) রাষ্ট্রীয় সফরে মস্কোতে আসেন মাহমুদ আব্বাস। বুধবার পর্যন্ত এখানে থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশে আঙ্কারা সফর করবেন।
গাজা চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়েহ হত্যায় মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে। ইরান ও সৌদি আরব উভয় দেশের সঙ্গে সুসম্পর্কে থাকা রাশিয়ার পক্ষ থেকে আঞ্চলিক অস্থিরতা থামানোর আহ্বান জানানো হয়েছে।
১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য মস্কোর পক্ষ থেকে একাধিকবার পশ্চিমাদেশগুলোর সমালোচনা করা হয়।