× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধ্যপ্রাচ্য নিয়ে পুতিন ও আব্বাসের বৈঠক

ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২৪, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ (১৩ আগস্ট) বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স   জানিয়েছে মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এই বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়, ‘চলমান ফিলিস্তিন-ইসরায়েল অস্থিরতা ও গাজা উপত্যকায় ভয়াবহতম মানবিক বিপর্যয়ের আলোকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।’

গতকাল (১২ আগস্ট) রাষ্ট্রীয় সফরে মস্কোতে আসেন মাহমুদ আব্বাস। বুধবার পর্যন্ত এখানে থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশে আঙ্কারা সফর করবেন। 

গাজা চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়েহ হত্যায় মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে। ইরান ও সৌদি আরব উভয় দেশের সঙ্গে সুসম্পর্কে থাকা রাশিয়ার পক্ষ থেকে আঞ্চলিক অস্থিরতা থামানোর আহ্বান জানানো হয়েছে।

১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য মস্কোর পক্ষ থেকে একাধিকবার পশ্চিমাদেশগুলোর সমালোচনা করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.