গত দুইদিন দাম বৃদ্ধির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। চলতি সপ্তাহের শুরুতে দাম কমে ২০২৪ সালের মধ্যে সর্বনিম্ন হয়েছে।
গত সোমবার ব্যাপকভাবে তেলের দরপতন ঘটে। এরপর গতকাল ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে দুই দশমিক ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ।
আজ (৮ আগস্ট)) দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ কমে ৭৮ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৯ সেন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৭৫ দশমিক ১৪ ডলার হয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল, হিজবুল্লাহ ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারনে তেলের সরবরাহ নিয়ে ঝুঁকি তৈরি হয়। যদিও তারা আরও জানান দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের মধ্যেও তেলের চাহিদা এখনো ইতিবাচক রয়েছে।