প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয় গত শুক্রবার (২৬ জুলাই)। এরপর পেরিয়ে গেছে আরও চারদিন। জমে উঠেছে পদকের লড়াই। হঠাৎ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সরব যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থীর চোখে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল লজ্জার।
ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমি মন খোলা মানুষ। তাই সরাসরি কথা বলি এবং আমি মনে করি তারা (প্যারিস অলিম্পিকের আয়োজকরা) যা করেছে, সেটা লজ্জার।’
ফ্রান্সের ধর্মযাজক ও ক্যাথলিক গোষ্ঠীর সমালোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নৃত্য) ছাড়াও ডিজে এবং নৃত্যশিল্পীদের দিয়ে প্রখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপারের চিত্রায়ণ করা হয়।
এরপর শুরু হয় সমালোচনা। এতে ক্ষমাও চায় অলিম্পিক আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। জরিপগুলো বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা অনেক অনেক দুঃখিত।’
অলিম্পিকের পরের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত অলিম্পিকের উদ্বোধনী নিয়ে তার পরিকল্পনা কী তা জানতে চাইলে তিনি বলেন, ‘লাস্ট সাপারকে যেভাবে দেখানো হয়েছে আমরা অন্তত সেটা করব না।’
ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন হাজার নৃত্যশিল্পী প্যারিসের সিন নদীর তীরে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।