× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই ২০২৪, ০৯:৩৯ এএম

ছবি: সংগৃহীত

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় গাজায় আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এ ছাড়া এলাকাটির প্রায় দেড় লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল।

আলজাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে চালানো এ হামলায় গাজায় ৩৯ হাজার ১৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ যুদ্ধে আহত হয়েছেন অন্তত ৯০ হাজার ২৫৭ জন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রায় ১২০০ লোক নিহত হয়েছেন এবং বেশ কয়েজন এখনো জিম্মি রয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.