× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্বত থেকে ২২ বছর পর পর্বতারোহীর অক্ষত মরদেহ উদ্ধার

সংবাদ সারাবেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৪, ১৫:০৮ পিএম

পেরুর বরফে আবৃত হুয়াসকারান পর্বতে আরোহণ করতে গিয়ে ২০০২ সালে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল। এরপর কেটে গেছে ২২ বছর। অবশেষে তার মরদেহের সন্ধান পাওয়া গেছে। 

গতকাল সোমবার পেরুর পুলিশ বলেছে, স্টাম্পফল তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলে যাওয়ায় এ পর্বতারোহীর মৃতদেহ বাইরে বেরিয়ে এসেছে।

২০০২ সালের জুনে হুয়াসকারান পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে স্টাম্পফলসহ পর্বতারোহীদের একটি দল। পর্বতটির উচ্চতা ৬ হাজার ৭০০ মিটারের বেশি (২২ হাজার ফুট)। পর্বতারোহীদের খোঁজে অভিযানও চালানো হয়েছিল তখন। তবে তাতে কাজ হয়নি। নিখোঁজ হওয়ার সময় স্টাম্পফলের বয়স ছিল ৫৯ বছর।

পেরুর পুলিশ বলেছে, আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার কারণে স্টাম্পফলের দেহাবশেষ দৃশ্যমান হয়েছে।

পুলিশের দেওয়া ছবিতে দেখা গেছে, ঠান্ডার মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, তাঁর পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে।

স্টাম্পফলের পাসপোর্ট তার সঙ্গেই পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।

পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। এ কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা।

সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত মাসে সেখান থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.