× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরাজয় মেনে নিয়ে যা বললেন ঋষি সুনাক

সংবাদ সারাবেলা ডেস্ক

০৫ জুলাই ২০২৪, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ৩৮১ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। সরকারি ফল আসার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সেইসঙ্গে তিনি বলেছেন, আমি দুঃখিত। লেবার পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। 

এসময় তিনি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে স্বাগত জানান এবং পরাজয় স্বীকার করেন। 

সুনাক বলেন, আজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হাত বদল হবে। ব্রিটিশ জনগণ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আমি এই পরাজয়ের দায় নিজের কাঁধে নিচ্ছি। 

এর আগে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। টানা ১৫ ঘণ্টার ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা এবং ফল ঘোষণা।

তবে এর আগেই ফলাফলে জানা গেছে লেবার পার্টি ৩৮১ আসান পেয়েছে। জরিপে বলা হয়েছে, বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সরকারি ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক। সূত্র: সিএনএন, বিবিসি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.