× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে বার্ড ফ্লু আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০২৪, ১১:৩৪ এএম

ভারতের পশ্চিমবঙ্গে এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হয়েছে। শিশুটির বয়স চার বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার  ( ১১ জুন ) এ তথ্য জানিয়েছে।

বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল।

ডব্লিউএইচও জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট, তীব্র জ্বর ও পেটের সমস্যায় ভুগছিল সে। শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল। মাস তিনেক চিকিৎসার পর বাড়ি ফিরেছে শিশুটি।

আক্রান্ত শিশুটি বাড়ির আশপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, ওই শিশুর পরিবারের সদস্য কিংবা সে সংস্পর্শে এসেছিল, এমন কেউ অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ৭ জুন ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ায় আড়াই বছর বয়সী এক মেয়ে শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫ এন ১ ধরন শনাক্ত হয়েছে। শিশুটি পরিবারের সঙ্গে এ বছর কলকাতা সফর করেছিল।

সংবাদ সারাবেলা: স/মীরাসু

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.