× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল ২০২৪, ১৮:১২ পিএম

ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। ৭ অক্টোবর হামাসের হামলায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি।

দেশটির সামরিক বাহিনী সোমবার এমনটি বলেছে। খবর এনডিটিভির

তিনিই প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা যিনি হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন। হামাসের ওই হামলায় ইসরায়েলসহ আন্তর্জাতিক সম্প্রদায় বিস্মিত হয়। 

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল আহারন হালিভা সশস্ত্র বাহিনীর জেনারেল চিফ অব স্টাফের সঙ্গে সমন্বয় করে ৭ অক্টোবরের ঘটনায় জন্য সামরিক গোয়েন্দা প্রধান হিসাবে তার দায়িত্বের মেয়াদ শেষ করার অনুরোধ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছ, সিদ্ধান্ত হয়েছে যে, মেজর জেনারেল আহারন হালিভা সুশৃঙ্খল ও পেশাদার প্রক্রিয়ায় তার উত্তরসূরি খুঁজে পাওয়া মাত্র তার দায়িত্ব শেষ করবেন এবং আইডিএফ থেকেও পদত্যাগ করবেন।

পদত্যাগপত্রে হালিভা হামলা ঠেকানোয় ব্যর্থতার দায় স্বীকার করেছেন।  

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হঠাৎই ইসরায়েলে হামলা চালায়। হালিভা পদত্যাগপত্রে লেখেন, আমার কমান্ডে থাকা গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি।  

এএফপির হিসাব অনুযায়ী, হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হন, যাদের বেশির ভাগই বেসামরিক।  

সেই থেকে গাজায় ইসরায়েলের হামলা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.