× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২৪, ১১:১৪ এএম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলে হামলার পর দেশ দুটি তেহরানের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল।

বৃহস্পতিবার বিবিসি জানায়, ড্রোনের ইঞ্জিন তৈরির সঙ্গে জড়িত ১৬ ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন।  

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে জড়িত কয়েকজনসহ সাত ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ইরানের ওপর দেশ দুটির কয়েকশ নিষেধাজ্ঞা রয়েছে। খবর বিবিসির 

গত শনিবার ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন। মিত্রদের নিয়ে প্রায় সবগুলোই ভূপাতিত করে ইসরায়েল।

তেহরানের হামলা ছিল ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার জবাব। ওই হামলায় ১৩ জনের প্রাণ যায়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.