× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে খনি ধসে ১২ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ ২০২৪, ১৫:৩৩ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি ধসে পড়া কয়লা খনি থেকে আজ বুধবার (২০ মার্চ) আরও ১০ জন শ্রমিকের মরদেহ বের করে আনা হয়েছে। এ নিয়ে কয়লা খনিটি থেকে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো। 

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। খবর এএফপির

ফরাসি সংবাদ সংস্থা বলছে, বেলুচিস্তানের খনি বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ শাহওয়ানি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোয়েটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে খোস্ত খনি অঞ্চলে একটি ব্যক্তিগত কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হলে তা ধসে পড়ে মাটির কয়েকশ ফুট নিচে খনিশ্রমিকরা আটকা পড়ে।

এ বিষয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গণি বেলুচ বলেন, ‘১২টি মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত হয়েছে। দুর্ঘটনার পর দুটি মৃতদেহ গতকাল রাতে এবং বাকি ১০টি মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয়।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.