ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১০ সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১৪ হাজারের বেশি।
ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) কাতাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
গতকাল বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ নারী রয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিকও রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বুধবার গাজাজুড়ে বিমান হামলা অব্যাহত ছিল এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
গত ১ ডিসেম্বরে একটি সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজায় হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেয় ইসরায়েল।
গাজায় ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে সংঘাতটি এগিয়ে যাবে। তবে তা কম তীব্রতার পর্যায়ে যেতে হবে।’
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ নাগরিক নিহত হন। এসময় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। ওইদিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী।