× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের গুজরাটে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৫ পিএম

ভারতের গুজরাট রাজ্যে বৃষ্টির মধ্যে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। 

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার রাজ্যটির দাহোদ জেলায় চারজন, ভারুচে তিনজন, টাপিতে দুইজন এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকাণ্ঠ, বোটাদ, খেরা, মেহসানা, পঞ্চমহল, সবরকণ্ঠ, সুরাট, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকা জেলায় একজন করে নিহত হয়েছে।   

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, অসময়ে গুজরাটজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতে শনিবার আরও আটজনের মৃত্যু হয়েছে। কিছু এলাকায় এ দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে।

রোববার গুজরাটের ২৫১টি তালুকের মধ্যে ২২০টিতে ভোর ৬টা থেকে পরবর্তী ১০ ঘণ্টায় ৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। এর আগেরদিন রাজ্যটির প্রধান শহর আহমেদাবাদে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। 

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগরের উত্তরপূর্বাঞ্চলে এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের উপরে একটি নিম্নচাপ সক্রিয় থাকায় গুজরাটে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে। তবে সোমবারের মধ্যে বৃষ্টি কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। তবে এদিন সকালে মহারাষ্ট্র, রাজস্থান ও দক্ষিণপশ্চিম মধ্যপ্রদেশে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.