আজ খারকিভের কাছে চুগুয়েভের একটি সামরিক বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উঠে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই দেশজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্বইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই এ দাবি করল মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর বেশকিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। রাজধানী কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। এর আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের সীমান্তরক্ষী ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র : এএফপি, এনডিটিভি, ইন্ডিয়া ডটকম