× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিন নিয়ে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভে গ্রেফতার ১৪৫, অভিযুক্ত ৭

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২৩, ১৩:৪৭ পিএম

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভের দিন জাতিগত বিদ্বেষে উসকানিসহ নানা অপরাধে সাত ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত শনিবারের এ ঘটনায় তারা মোট ১৪৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের অধিকাংশই পাল্টা বিক্ষোভকারী। এ ছাড়া শনিবারের ঘটনায় পুলিশের ৯ কর্মকর্তা আহত হয়েছেন। 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে শনিবার লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়। এ বিক্ষোভে অন্তত তিন লাখ মানুষ অংশ নেন। তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। 

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত শুরু হয় ৭ অক্টোবর। এ সংঘাত শুরুর পর গত শনিবার যুক্তরাজ্যে সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী সমাবেশ হলো। একই দিন ছিল ‘আর্মিস্টিস ডে’ বা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী। দিনটি স্মরণে লন্ডনে অনুষ্ঠান ছিল।

এদিন লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মোকাবিলায় পাল্টা বিক্ষোভ হয়। কট্টর ডানপন্থীদের পাল্টা বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এই সহিংসতার নিন্দা জানিয়েছে লন্ডন পুলিশ।

শনিবারের ঘটনায় যে সাত ব্যক্তিকে পুলিশ অভিযুক্ত করেছে, তাদের বয়স ২৩ থেকে ৭৫ বছর। তাদের বিরুদ্ধে অস্ত্র রাখা, মাদকদ্রব্য রাখা, জনশৃঙ্খলা ভঙ্গ করা, অপরাধমূলক ক্ষতিসাধন, গ্রেপ্তার প্রতিরোধ, জরুরি কাজে নিয়োজিত কর্মীর ওপর হামলাসহ নানা অপরাধের অভিযোগ আনা হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অন্যান্য ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, অপরাধে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.