× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে বিমান ঘাঁটিতে হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর ২০২৩, ১৪:২২ পিএম

পাকিস্তানে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছয় জঙ্গি ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাটিতে এ হামলা চালায়। 

শনিবার স্থানীয় গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে একটি এয়ারবাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এ সময় তাদের মধ্যে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মিয়ানওয়ালি ট্রেনিং এয়ারবাসে হামলা চালাতে গিয়ে ‘সন্ত্রাসীরা’ ব্যর্থ হয়েছে। ঘাটিতে প্রবেশ করার আগেই তাদের তিন জঙ্গি নিহত হয়েছে। বাকি তিনজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়। এতে তিনটি বিমান ও একটি জ্বালানি ট্যাংকের সামান্য ক্ষতি হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

সম্প্রতি সিরিজ হামলায় বালুচিস্তান ও খাইবার পাকতুনওয়ায় কমপক্ষে ১৭ জন সেনা নিহত হন। আরও দুটি হামলায় পাঁচজন নিহত ও ২৪ জন আহতের ঘটনা ঘটে, যাদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। আর সর্বশেষ হামলাটি হলো বিমানঘাঁটিতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.