× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেষ মুহূর্তে বড় বিপদ থেকে বাঁচল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর ২০২৩, ১৬:৫০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে হাউস অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হয়েছে। স্বল্পমেয়াদি এই সমঝোতার ফলে অচলাবস্থা থেকে বাঁচল বিশ্বের ক্ষমতাধর এই দেশটি। 

এই সমঝোতা না হলে বেতন বন্ধ হয়ে যেত দেশটির কয়েক লাখ সরকারি কর্মচারীর। এতে অচল হয়ে পড়ত সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা। খবর বিবিসির

ইউক্রেনের জন্য কোনো সহায়তা না রেখেই মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল ৮৮-৯ ভোটে পাস হয়েছে সিনেটে। ৪৫ দিনের এই পরিকল্পনা প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাস হওয়ায় আপাতত স্বস্তি পেল ডেমোক্র্যাট সরকার।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার বিলটি উত্থাপন করা হলে তাতে সমর্থন জানায়নি রিপাবলিক। এত ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

শেষ পর্যন্ত চুক্তিটি হওয়ায় বড় ধরনের বিপদ থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়ত মার্কিন সরকারের একটি বড় অংশ। 

যদিও রিপাবলিকানদের চেয়ে এই প্রস্তাবে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি ছিল। অন্তত ৯০ জন রিপাবলিকান সদস্যের বিপক্ষে ভোট দিয়েছেন।

মূলত কট্টর ডানপন্থি রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায় বিল পাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.