× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলতি বছর ভূমধ্যসাগরে নিখোঁজ আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪ পিএম

ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এমনটি বলছে।

সংস্থাটি আরও বলছে, একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন প্রায় এক লাখ ৮৬ হাজার মানুষ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নিউইয়র্ক দপ্তরের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, এক লাখ ৮৬ হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।  

এর মধ্যে ৮৩ শতাংশ- এক লাখ ৩০ হাজারের বেশি লোক ইতালিতে পৌঁছেছেন। এ ছাড়া সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা অন্য যেসব দেশে পৌঁছেছেন, সেগুলোর মধ্যে রয়েছে গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টা।  

নিরাপত্তা পরিষদকে বলা হয়েছে, বিপজ্জনকভাবে সমুদ্র পারাপারে যারা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, তাদের সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেড়েছে।  

মেনিকদিওয়েলা বলেন, চলতি বছর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালে একই সময়ে নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন। সেই তুলনায় নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে।  

তিনি আরও বলেন, একইভাবে বিপজ্জনক স্থল ও সাগরপথে ইউরোপে যাত্রায় কত প্রাণ যাবে, জাতিসংঘের শরণার্থী সংস্থা তা জানে না।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.