× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন ২০২৩, ০৫:৪৩ এএম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এ দুর্ঘটনাকে তিনি মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। 

পরে তিনি আহত ব্যক্তিদের খোঁজ নিতে হাসপাতালে যান এবং প্রতিশ্রুতি দেন- তার সরকার আহতদের চিকিৎসায় কোনো ছাড় দেবে না।

রোববার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এই ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে নয় শতাধিক মানুষ। এরই মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। 

কর্মকর্তারা বলছেন, আটকেপড়া ও আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওড়িশার দুর্ঘটনাটি ভারতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কে এস আনন্দ বলছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, সিগন্যাল ব্যর্থতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.