× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে ২০২৩, ০৩:৩৬ এএম

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

সোমবার ভোর ৪টার দিকে বালাতা শরণার্থী শিবিরে এই অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।  

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সকালে নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা জানিয়েছে, একজনের নাম মোহাম্মদ আবু জায়তুন ফাথি। তার বয়স ৩২। বাকি দুই জন হলেন, ৩০ বছরের আবু রিজক এবং ২৪ বছরের আবদুল্লাহ আবু হামদান।

মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় আরও অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের গুলি লেগেছে। বাকিরা টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়, অভিযানে বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক ইসরায়েলি সেনা অংশ নেন। চার ঘণ্টার অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত। 

হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে।

২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৩০ শিশুসহ ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। চলতি বছরের এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২৬ শিশুসহ কমপক্ষে ১৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ৯ থেকে ১৩ মে অবরুদ্ধ গাজা উপত্যকায় চার দিনব্যাপী হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয় ৩৬ ফিলিস্তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.