× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফ্রিকার বুরকিনা ফাসোতে গুলিতে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২৩, ০০:২৭ এএম

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। দেশটির মৌহন প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে গতকাল শনিবার জানিয়েছেন প্রাদেশিক গভর্নর।

গর্ভনর বাবো পিয়েরে বাসিঙ্গার এক বিবৃতির বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়।
বিবৃতিতে বলা হয়, 'মৌহন প্রদেশের চেরিবা বিভাগের ইউলৌ গ্রামে একটি কাপুরুষোচিত ও বর্বর সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা তাদের লক্ষ্য বানিয়েছে নিরীহ বেসামরিক নাগরিকদের, যারা নদীর ধারে চাষাবাদ করছিলেন।' এসময় তিনি নিহতের সংখ্যা ৩৩ জন বলে উল্লেখ করেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, মোটরসাইকেলে আসা ভারি অস্ত্রে সজ্জিত লোকজন নির্বিচারে কৃষকদের ওপর গুলি চালায়। নিহতদের শুক্রবার সমাহিত করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালানোর আগে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.