× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুদানে সোনার খনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২৩, ০৩:১৯ এএম

সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ শ্রমিক।

গতকাল শুক্রবার সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে হতাহতের এ ঘটনা ঘটে। ভয়েস অফ আমেরিকা, বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক বিবৃতিতে জানায়, মিশর সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। ধসে অন্তত ২০ শিশুশ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুদানের বার্তা সংস্থা এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর স্বর্ণের সন্ধান করছিল। ওই ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এসইউএনএ জানায়, শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদের নিকটবর্তী শহর ওয়াদি হালফায় নিয়ে কবর দেয়া হয়।

এর আগে, ২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিল।

সুদান পৃথিবীর একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তামান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি ধস সেখানে প্রায় নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.