× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২৩, ০৪:১২ এএম । আপডেটঃ ৩১ মার্চ ২০২৩, ০২:৫৬ এএম

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যে প্রশিক্ষণচলাকালে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খরব এনবিসি নিউজের।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা জানা জায়নি। তাছাড়া হেলিকপ্টারে কতজন ছিলেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানে পুলিশ ও জরুরি ব্যবস্থাপনা সার্ভিস কাজ করছে।

এইচএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার দুইটি ছিল ১০১তম এয়ারবর্ন ডিভিশনের অংশ।

অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্তাধীন। কমান্ডটি বর্তমানে সার্ভিস সদস্য এবং তাদের পরিবারের ওপর নজর দিচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.