× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজীব গান্ধী হত্যা: ৬ আসামিরই মুক্তির আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০২২, ০৪:৩০ এএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরনসহ ৬ আসামিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এর আগে গর্ভনরের কাছে তাদের মুক্তির সুপারিশ করেছিল তামিলনাড়ু সরকার। আজ এ আদেশ দেওয়ার সময় এ সুপারিশের কথা উল্লেখ করেন আদালত।

কারাভোগ করা অন্য আসামিরা হলেন-সান্থান, মুরুগান, রবার্ট পায়াস ও রবিচন্দ্রন। এ ছাড়া গত মে মাসে আরেক সাজাপ্রাপ্ত আসামি পেরারিভালানকে মুক্তি দিয়েছিলেন আদালত।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। আত্মঘাতী বোমা হামলাকারী নারী তামিল টাইগার্স এলটিটিই গ্রুপের সদস্য ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.