× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে শুধু ফ্লোরিডাতেই ৮১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২২, ০৩:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ তে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রোববার স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্স প্রাণহানির এ সংখ্যা জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়ানের কারণে এ পর্যন্ত মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৮১ জনই ফ্লোরিডা অঙ্গরাজ্যের। ঘরবাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়িও পানির তোড়ে ভেসে গেছে। জলোচ্ছ্বাসে ডাঙায় উঠে এসেছে নৌযান

উপকূলীয় লি কাউন্টির শেরিফের কার্যালয় বলছে, ওই এলাকায় এ পর্যন্ত ৪২ জনের প্রাণহানি হয়েছে। আশপাশের চারটি কাউন্টিতে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত বুধবার চার মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মাইল গতিবেগে (ঘণ্টায় ২৪০ কিলোমিটার) ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ভেসে গেছে। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বৃষ্টিতে নজিরবিহীন বন্যা দেখা দেয় এই অঙ্গরাজ্যে।

ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। ঝড়ের পর বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এসব এলাকায় ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় আরও মৃতদেহ উদ্ধার হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডার পর শুক্রবার ঘূর্ণিঝড়টি সাউথ ক্যারোলিনা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে আঘাত হানে। পরে তা দুর্বল হয়ে যায়। নর্থ ক্যারোলিনা কর্তৃপক্ষ বলছে অঙ্গরাজ্যটিতে চারজনের মৃত্যু হয়েছে। সাউথ ক্যারোলিনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.