বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালসের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান আইভিএফ সেন্টারটি উদ্বোধন করেন।
আইভিএফ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জন ও বাংলাদেশের লিভার ট্রান্সপ্ল্যান্টের পথিকৃত অধ্যাপক মোহাম্মদ আলী।
আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশান আরা, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. মোসা. শাহীনা বেগম শান্তা এবং পেইনলেস নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। উক্ত অনুষ্ঠানের বিআরবি হসপিটালের কনসালটেন্টরা, উধ্বর্তন কর্মকর্তা, স্পেশালিস্ট, রেজিস্টার, মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে এবং নতুন নতুন সেবা চালুর মাধ্যমে দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করছে বলে উল্লেখ করেন এবং আগামীতেও তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিআরবি হসপিটালস দেশে একটি বিশ্বমানের আইভিএফ সেন্টার গড়ে তুলেছে, এখন থেকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সমস্যায় রোগীরা বিদেশে না গিয়ে দেশেই উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন এবং মা-বাবা হওয়ার দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন।