× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে ১৫ দিনে ছয় হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গতবছরের ডেঙ্গু মহামারীর তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ কমই বলা যায়। কিন্তু এ বছরের আগস্ট মাস থেকে ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। সেপ্টেম্বর থেকে এর মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের প্রথম ১৫ দিনেই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাজার ২৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত ১৫ দিনে  ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ১৬ হাজার ৯৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩৩৬ জন। 

গতকাল  (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর এ সময়ে আরো ৪৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ৬২ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা যাওয়া ১০৭ জনের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ নারী ও ৪৬ দশমিক ৭ শতাংশ পুরুষ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.