চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। আজ (১ সেপ্টেম্বর) সকাল থেকে জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
গতকাল (৩১ আগস্ট) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করলে চিকিৎসকরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেন। গ্রেপ্তার না করা হলে তারা ২৪ ঘন্টা কর্মবিরতীতে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
গতকাল (৩১ আগস্ট) মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ।
পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা।
এসব ঘটনায় নিরাপত্তা শঙ্কায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা।