× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করোনা সংক্রমণ বাড়ছে, সবাই সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২২, ০৮:৫৬ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। কিন্তু গতকাল (রোববার) দেখেছি, ১০৯ জন সংক্রমিত হয়েছে। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। বাইরে অবশ্যই সবাইকে আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এসব বিষয় ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই। করোনা এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন করোনায় মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সবাই টিকা নিয়ে নেবেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.