× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একদিনে করোনায় শনাক্ত ১২৮

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২২, ০৮:৩০ এএম

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ১০৯ জন।

আজ সোমবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দুই দশমিক শূন্য ছয় শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ পাঁচ হাজার ৩৩৭ জন।

এ নিয়ে দেশে এপর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল এক দশমিক ১৪ শতাংশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.