× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসিফের কণ্ঠে শোনা যাবে কিংবদন্তি শিল্পীদের গান

বিনোদন ডেস্ক

২২ মে ২০২২, ০৮:০৩ এএম

ছবি: সংগৃহীত

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দাপটের সঙ্গে এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এবার কিংবদন্তি শিল্পীদের গান নতুন করে গাওয়ার ইচ্ছে পোষণ করলেন আসিফ।

রোববার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানান তিনি।

আসিফ তার পোস্ট বলেন, ‘খুব দ্রুত পাল্টে গেছে বাংলা সংগীতের দৃশ্যপট। আমি নিজেই তিনটা গোল্ডেন জেনারেশনের স্বাক্ষী। এখনো সঠিক কোনো সিস্টেম ডেভেলপ করেনি। ইন্ডাস্ট্রির একজন বেনিফিশিয়ারি হিসেবে কৃতজ্ঞচিত্তে বাংলা গানের সঙ্গেই সংসার পেতেছি। দেশের সংস্কৃতিকে সেবা দেওয়া দায়িত্ব হিসেবেই নিয়েছি। সোনালি যুগের গীতিকার সুরকার শিল্পীদের গান হারিয়ে যাচ্ছে। রিয়েলিটি শো কিংবা অন্য কোনো আদলে সেই গানগুলো যত্নহীনভাবে উপস্থাপন করা হয়েছে। এত বছর গান গাওয়ার পর নিজের ওপর আত্মবিশ্বাস জন্মেছে। স্বর্নকণ্ঠের ঐতিহাসিক বাংলা গানগুলো নিজের কণ্ঠে তুলতে মন স্থির করেছি।’

‘ও প্রিয়া’খ্যাত এই গায়কের ভাষ্য, ‘আমার আইকন শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আবদুল হাদী ভাই উনার কণ্ঠের গান আমাকে গাওয়ার অনুমতি দিয়ে রেখেছেন আরও আগেই। মরহুম শেখ ইশতিয়াক ভাইয়ের পরিবারের সম্মতি পেয়েছি উনার গান নতুনভাবে গাইবার। শ্রদ্ধাভাজন প্রয়াত গায়কদের গানগুলো আস্তে আস্তে কভার করা শুরু করবো। ফেসবুকের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুমতি নিয়ে রাখলাম।

এ সমস্ত গানের রেভিনিউয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ট্রিবিউট টু দ্যা লিজেন্ডস-এই মানসিকতা নিয়েই গাওয়া শুরু করছি।’

জনপ্রিয় এই গায়ক আরও লিখেন, ‘আমি চাই আমার কণ্ঠে পুরোনো গানগুলো নতুনভাবে শ্রোতাদের কানে বাজুক সুন্দর সংগীতায়োজনে। বাংলা গান বিমুখ সিনিয়র সিটিজেন এবং প্রজন্মের কাছে সেই গানগুলোর অকৃত্রিম আবেদন পৌঁছানোর চেষ্টা করবো সাধ্যমতো। লিজেন্ডদের প্রতি কোনো অসম্মান দেখাবো না, উনাদের গানে যত্ন থাকবে সর্বোচ্চ। কপিরাইট সংক্রান্ত যে কোনো জটিলতা নিরসনে প্রযোজক এবং শিল্পী পরিবারের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। আমারও গাওয়ার সময় শেষ হয়ে আসছে। অমর গানগুলোকে নতুন সাউন্ডে প্রেজেন্ট করে যেতে চাই ভবিষ্যত আর্কাইভের জন্য। সফলতার বিশ্বাস নিয়েই সামনে এগুনো আমার ইচ্ছা- এ ইচ্ছাটাকেই সুন্দর ভিত্তি দিতে চাই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

ভালোবাসা অবিরাম…।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে আসিফ আকবরের জীবনীগ্রন্থ। যার নাম ‘আকবর ফিফটি নট আউট’। এটি লিখেছেন সোহেল অটল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.