× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাছের ওজনে বাঁকা হয়ে গেলেন রিয়াজ

১৭ মে ২০২২, ০২:৪৫ এএম

ঈদের ছুটিতে পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। বেশ আনন্দে ছুটিটা কেটেছে বলেও জানিয়েছেন তিনি। তবে এবারের ছুটির আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে বিশাল আকৃতির কাতল মাছ। বড়শিতে ওই বিশাল আকৃতির মাছ ধরার আনন্দটাও তাই সবার সঙ্গে ভাগ করেছেন এই অভিনেতা।

সোমবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বড়শিতে মাছ ধরার কয়েকটি ছবিসহ নিজের অভিব্যক্তি জানিয়েছেন রিয়াজ। জাগো নিউজের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

‘আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং (পানি থেকে ওপরে তোলা) করানো কঠিন ছিল। কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটাকে অনেক কসরত করে ডাঙ্গায় তোলেন।’

‘প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল। সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে। কেউ যদি ভিডিও করে থাকেন, ইনবক্স করবেন প্লিজ।’

সবশেষ সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে রিয়াজ লেখেন, ‘সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য...। ধন্যবাদ প্রাণের মানুষ মিনার ভাই ও আপনার সকল স্টাফ কে...।’

‘ধন্যবাদ প্রিমিটিভ ফিশিং বাই আকিব- এর আকিব ভাইকে...। আপনার টোপ ও চার ছাড়া এটা সম্ভব হতো না। আর ওজন? আমি নিজেই বাঁকা হয়ে আছি ....।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.