× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “Rated R” – সাহসী কমেডি, কঠিন বিষয় নিয়ে শো

বিনোদন ডেস্ক।

০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকার কমেডি অঙ্গনে সাহসী ও তীক্ষ্ণ বিষয়ভিত্তিক উপস্থাপনার জন্য পরিচিত দুই কৌতুকশিল্পী বিপ্র ও শাদিদ নিয়ে আসছেন তাদের নতুন কমেডি শো “Rated R”। শোটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, সন্ধ্যা ৮টায় রাজধানীর মোহাম্মদপুরের The Nest-এ।

আয়োজক সূত্রে জানা গেছে, “Rated R” শোটি শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এমন এক অভিজ্ঞতা যেখানে সমাজের জটিল ও অস্বস্তিকর বিষয়গুলো হাসির মাধ্যমে তুলে ধরা হবে। শোতে উঠে আসবে রাজনৈতিক বাস্তবতা, জাতিগত বিদ্বেষ, সামাজিক বৈষম্যসহ নানা কঠিন বিষয়।

দর্শকদের সচেতনতা তৈরি ও নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে উদ্বুদ্ধ করাই এই শোটির মূল উদ্দেশ্য। আয়োজকরা জানান, হাসির আবরণে ঢাকা এই শো সমাজের কঠিন বাস্তবতাগুলোকে ব্যঙ্গ ও রসবোধের মাধ্যমে সামনে আনবে।

স্ট্যান্ড আপ ঢাকা আয়োজিত এটি তাদের পঞ্চম আয়োজন, যেখানে বিপ্র ও শাদিদ তাদের নিজস্ব শৈলীতে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবেন।

সীমিত আসনের এই শোটির টিকিট মূল্য ২০০ টাকা, এবং সীট সংখ্যা মাত্র ২৫টি হওয়ায় আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.