× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিরোনামহীনের ‘এই অবেলায় ২’ আসছে অবশেষে

বিনোদন ডেস্ক।

২৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত।

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ অবশেষে শ্রোতাদের সুখবর জানালো। তারা ঘোষণা করেছেন তাদের বহুল জনপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিকুয়েল আসতে চলেছে।

এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে মুক্তি পাচ্ছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া গ্লিটজকে জানিয়েছেন, ‘এই অবেলায়’ গানের সিকুয়েল নির্মাণ করার জন্য একটি পৃষ্ঠপোষকের সহযোগিতার অপেক্ষায় ছিলেন তারা।

অবশেষে ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ‘দি প্রিমিয়াম হোমস লিমিটেড’।

জিয়া আরও জানিয়েছেন, গানটি একই দিনে বাংলা ও ইংরেজি দুই ভার্সনেই প্রকাশ পাবে। গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কিছু দৃশ্যে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে।

‘এই অবেলায় ২’ এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন।

এদিকে প্রথমবারের মত কানাডার টরন্টোতে এক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে দলটি। নভেম্বরের ১ তারিখ সেখানে পারফর্ম করবে তারা। কনসার্টে অংশ নিতে সোমবার রাতে দেশ ছাড়বেন শিরোনামহীন।

শিরোনামহীনের লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.