× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

বিনোদন ডেস্ক।

১১ অক্টোবর ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত।

কলকাতার জমজমাট রাতে ক্যারিয়ারের রজতজয়ন্তী উৎসবে মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। সুরের মূর্ছনায় যখন ভাসছে সমগ্র সংগীতপ্রেমীরা, ঠিক তখনই মঞ্চে উঠলেন টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী। মুহূর্তেই বদলে গেল পরিবেশ। গানে গানে শান মনে করিয়ে দিলেন শুভশ্রী-দেব যুগলের সেই স্বর্ণালি দিনগুলো, যেন এক ঝলকে ফিরে গেল দর্শকরা টালিউডের রোম্যান্টিক অধ্যায়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেসময় শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, ‘দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না’। শুভশ্রী উত্তর দিলেন ‘হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে’। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে গলা মেলান শুভশ্রীও।

দর্শকদের কাছে এই গান যেন পুরোনো স্মৃতির ফেরান। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান এখনো একই রকম জনপ্রিয়; সেটিও স্পষ্ট হয় এদিন। এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম দেব ও শুভশ্রী জুটি হিসেবে দেখতে পান। এরপর থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তারা।

দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ৬টি ছবি করেছেন। তবে এই জুটির জনপ্রিয়তার প্রমাণ দেখা গেছে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে। দীর্ঘ ১০ বছর পর ছবির মুক্তির জন্য দর্শকদের অপেক্ষা দীর্ঘ ইতিহাস সৃষ্টি করেছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.