× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অমিতাভের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় যা বললেন মমতা

বিনোদন ডেস্ক।

১১ অক্টোবর ২০২৫, ১৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত।

বলিউড হোক বা টলিউড, ৯০ দশকের প্রজন্ম হোক বা বর্তমান সবাই তাকে এক নামে চেনে তিনি হলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি দেখিয়েছেন, শারীরিক কিংবা মানসিক কোনো বাধাই স্বপ্নপূরণের পথে প্রাচীর তুলতে পারে না। এমনকি ৮৩ বছর বয়সেও একইভাবে কাজ করে চলেছেন 'বিগ বি'।

প্রতি বছর ১১ অক্টোবর এই মহানায়কের জন্মদিন পালিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে তিনি অমিতাভের উদ্দেশে লিখেছেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’

রাজনৈতিক স্মৃতি টেনে এনে মমতা লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারেরই অংশ।’

স্মরণীয় যে, কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় এই শহরে তিনি চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করতে গিয়ে কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। তবে সেই 'ভারী কণ্ঠস্বরই' পরে তার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন তার 'ভুবন সোমে' ছবিতে অমিতাভের কণ্ঠ ব্যবহার করেন। 

সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যদিও সাফল্যের শিখরে পৌঁছানো রাতারাতি হয়নি। ভারী কণ্ঠস্বর এবং দীর্ঘ উচ্চতার কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.