× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন কাজল কন্যা

বিনোদন ডেস্ক।

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

বলিউডের বহু তারকাসন্তানদের চলচ্চিত্র জগতে এনেছেন করণ জোহর। আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে বা জাহ্নবী কাপুর, অনেকেই আছেন তালিকায়। সে তালিকায় কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকে নিয়েও এমন পরিকল্পনা ছিলো পরিচালকের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে  কাজল নিজেই জানালেন সেই কথা। জানান, নাইসার জন্য করণ জোহর নিজে থেকেই কল করেছিলেন কাজলের কাছে। কিন্তু নাইসা জানিয়েছেন, তার এখনই অভিনয়ে আসার পরিকল্পনা নেই।

এ নিয়ে কাজল বলেন, ‘ও যা করতে চাইবে, আমাদের জানাবে। আমরা পুরোপুরি ওর পাশে আছি।’

কাজল আরও জানান, মা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি তার দুই সন্তান নাইসা ও যুগকে সম্মান করেন। তাদের রসবোধ, ব্যক্তিত্ব ও মেজাজের প্রশংসা করে অভিনেত্রী জানান, সন্তানদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবেন কাজল। 

চলচ্চিত্রে আসা নিয়ে গুঞ্জন থাকলেও অজয় কন্যা নাইসা বর্তমানে পড়াশোনাতেই মনোযোগী। এ বছর সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সেই বিশেষ মুহূর্তে পুরো দেবগন পরিবার উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কাজল লিখেছিলেন, ‘এটি তার জীবনের গর্বের মুহূর্ত।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.