× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমি অ্যাওয়ার্ডসে কুপারের রেকর্ড

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল এমির ঝলমলে আসর। বাংলাদেশ সময় গত সোমবার সকালে ঘোষণা করা হয় ৭৭তম এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের চূড়ান্ত তালিকা। এ বছরের সবচেয়ে আলোচিত চরিত্রগুলো মধ্যে উঠে এসেছেন ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপারের নাম। মাত্র ১৫ বছর বয়সে সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল স্কট জ্যাকোবি-এর দখলে, যিনি ১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘দ্যাট সার্টেন সামার’-এর জন্য এমি জিতেছিলেন। ১৫ বছর বয়সে সেই রেকর্ড নিজের করে নিলেন ওয়েন কুপার।

পুরস্কার গ্রহণ করতে গিয়ে কুপার বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য, স্বপ্নের মতো লাগছে। যদি মন দিয়ে শোনো, মনোযোগ দাও এবং স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসো, তাহলে জীবনে সবকিছু সম্ভব। আমি তো তিন বছর আগেও কিছুই ছিলাম না, অথচ আজ এখানে দাঁড়িয়ে আছি।’

পরিবার, সহ-অভিনেতা এবং প্রযোজনা টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কারে আমার নাম লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি ক্যামেরার পেছনে থাকা সবার।’ ‘অ্যাডোলেসেন্স’ সিরিজটিতে আছে নেটমাধ্যমে হেনস্তার নানা গল্প। রয়েছে নারীবিদ্বেষী সমকালীন নানা ভাবনার আদান প্রদানের বাঁক। আরও আছে কিশোর বয়সের সংকট, পারিবারিক টানাপোড়েন, অপরাধবোধ।

সমালোচকরা বলছেন, অভিনয়শৈলী এবং সামাজিক বাস্তবতার গভীর উপস্থাপনার জন্য এই সিরিজটি বিশেষভাবে আলাদা হয়ে উঠেছে এবারের এমিতে।

‘অ্যাডোলেসেন্স’ সিরিজটি সেরা লিমিটেড সিরিজসহ পরিচালনা, চিত্রনাট্য এবং অভিনয় বিভাগেও পুরস্কার জিতেছে। অভিনেতা স্টিফেন গ্রাহাম ও এরিন ডোহার্টি অভিনয়ের জন্য স্বীকৃতি পেয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.