× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসি, বিনা মূল্যের থেরাপি : তিশা

বিনোদন ডেস্ক।

০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয়। নিজের কাজ ও ব্যক্তিজীবনের খবর এখানে দিয়ে থাকেন তিনি। এবার ভিন্ন ভিন্ন আবহে পাঁচটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

লাল পোশাকে ছবিতে তিশাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। এমন হাসির কারণ জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাসি, বিনা মূল্যের থেরাপি’।

ফেসবুকে তিশার অনুসারীর সংখ্যা ৫০ লাখের কাছাকাছি। তাদের সঙ্গে তিনি প্রতিনিয়ত নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিজীবনের ব্যস্ততা ভাগ করে নেন।

তিশাকে এখন আর অভিনয়ে তেমন দেখা যায় না। পরিবার ও প্রযোজনার কাজে তিনি এখন ব্যস্ত। তার অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘৮৪০’।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবির প্রযোজকের দায়িত্বও ছিলেন তিশা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয় এবং জায়েদ খান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.